জয়পুরহাটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের দুর্গাপুর নতুন কোল্ড স্টোরের পূর্ব পাশে মোসলেমগঞ্জগামী পাকা রাস্তার ছোট কালভার্ট ব্রিজের ওপর ডিবি এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি এ অভিযানকালে ৮০০ পিচ মাদক টাপেন্টাডলসহ কালাই উপজেলার দূর্গাপুর বহুতি, পর্উন গ্রামের মৃত মহাফেজ মণ্ডলের ছেলে গাজিউল ইসলাম (৪৬) ও একই উপজেলার দুর্গাপুর বহুতি গ্রামের জহির উদ্দিনের ছেলে জাবেদুর ইসলামকে (৩৬) গ্রেফতার করে।
ডিবি জানায়, গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কেকে/বি