জয়পুরহাটের আক্কেলপুরে যথাযথ মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় আক্কেলপুর সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক কল্যান সংস্থার আয়োজনে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আক্কেলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের হল রুমে অবসরপ্রাপ্ত সৈনিকদের ও সুধি সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অব.প্রাপ্ত সার্জেন্ট রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডা. মোহামেদ ওসমান গুনি সরদার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা, সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশে জামায়াতে ইসলামের জেলা সহকারী সেক্রেটারি ও জামায়াত এমপি প্রাথী (জয়পুরহাট-২) রাশেদুল আলম সবুজ, আক্কেলপুর সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক কল্যান সংস্থার সাধারণ সম্পাদক সার্জেন্ট এমরুল কায়েশ, জামালগঞ্জ কলেজের অব.প্রাপ্ত অধ্যক্ষ হায়দার আলী, অব.প্রাপ্ত নায়েব রুহল আমিন, তিলকপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. হাফিজুর রশিদ বকুল প্রমুখ।
কেকে/বি