বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ম্রো ভাষায় রূপান্তর করা হয়েছে। দেশের সব জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে বান্দরবানে প্রথমবারের মতো দফাগুলো ম্রো ভাষায় রূপান্তর করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে নিজ বাসভবনে ম্রো ভাষা উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সভাপতি সিংপাত ম্রো -এর রুপান্তর করা লিফলেটের মোড়ক উন্মোচন করেন জেলা বিএনপির আহবায়ক ও ৩০০ নং আসন বান্দরবানের বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী।
এসময় সাচিংপ্রু জেরী বলেন, “বান্দরবান পার্বত্য জেলায় পাহাড়িদের মধ্যে দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ হলো ম্রো জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর বাসিন্দাদের বাংলা ভাষায় দক্ষতা কম থাকলেও তাদের নিজস্ব ম্রো বর্ণমালা ভাষায় ৯৫ শতাংশ পড়তে ও লিখতে জানেন আর ম্রো ভাষায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা এই দাবি গুলো ম্রো ভাষায় রূপান্তরের ফলে এই জনগোষ্ঠীর অধিকাংশরাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দাবিগুলো সহজেই জানতে পারবে।”
পর্যায়ক্রমে পার্বত্য এলাকায় বসবাসরত চাক, বম ও খেয়াং ভাষায়ও এই ৩১দফা দাবিগুলো তাদের ভাষায় রুপান্তর করে প্রচার করা হবে বলে এসময় আশাবাদ ব্যক্ত করেন সাচিং প্রু জেরী ।
বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, মো. জাহাঙ্গীর আলমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনসহ ম্রো জনগোষ্ঠীর বিভিন্ন নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
কেকে/এজে