বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      হংকংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯      শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে      ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ      
দেশজুড়ে
আক্কেলপুরে সরকারি কর্মকর্তার জমি দখলে নিলেন ইউএনও
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:১৮ পিএম আপডেট: ২০.১১.২০২৫ ৬:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামে ৩ বিঘা ২৫ শতক আবাদি জমির দখল নিয়েছে উপজেলা প্রশাসন।

আদালতের নির্দেশনায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী রিসিভার হিসেবে এ জমির দখল বুঝে নেন।

দুদকের সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের তদন্তে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় কর্মকর্তা ফজলুর রহমানের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। ২০২৩ সালে দুদকের তৎকালীন সহকারী পরিচালক নওশাদ আলী বাদী হয়ে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, ফজলুর রহমান চাকরিতে কর্মরত অবস্থায় ১৯ লাখ ৭১ হাজার ৯৯৬ টাকার স্থাবর সম্পদ ও ৮০ লাখ ১৫ হাজার ২৬ টাকার অস্থাবর সম্পদ জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন করেন।
আদালত তার হেফাজতে থাকা জয়পুরহাট শহরের সরদারপাড়ার ৬ শতাংশের একটি বাড়ি এবং আক্কেলপুরের কানুপুর গ্রামের ৩ বিঘা ২৫ শতক আবাদি জমি ক্রোকের নির্দেশ দেন। সম্পদগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

বৃহস্পতিবার সকালে আদালতের আদেশে তফসিলভুক্ত কানুপুরের জমিগুলো দখলে নেওয়ার সময় উপস্থিত ছিলেন দুদকের উপপরিচালক মেহেবুবা খাতুন। 

তিনি বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী জমিগুলো রিসিভার হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুঝে নিয়েছেন। এ মামলার চার্জশিট প্রস্তুত করে ইতোমধ্যে দুদকের প্রধান কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদনের পর আদালতে চার্জশীর্ট দাখিল করা হবে।’

আবিদা খানম বৈশাখী বলেন, ‘ফজলুর রহমানের জ্ঞাত আয় বর্হিভূত স্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আদালত আমাকে রিসিভার নিয়োগ করেন। আদালতের নির্দেশনায় কানুপুর মাঠের জমির দখল বুঝে নিয়ে লাল নিশান পুঁতে দেওয়া হয়েছে।’

অভিযুক্ত ফজলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার সব সম্পদ বৈধ আয় থেকে অর্জিত। আয়কর রিটার্ন দাখিলের সময় ভুলক্রমে কিছু জমি উল্লেখ হয়নি।” 

তিনি দাবি করেন, ভাইদের জমিজমা নিয়ে পুরোনো দ্বন্দ্বের সুযোগ নিয়ে বড় ভাই শফিউল আলম তার বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করেছেন।

তবে বড় ভাই শফিউল আলম এ অভিযোগ নাকচ করে বলেন, “জমিজমা নিয়ে আমাদের দ্বন্দ্ব আছে—এটি সত্য। কিন্তু দুদকে আমরা কেউ অভিযোগ করিনি। দুদকের তদন্তে ছোট ভাইয়ের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে—এ তথ্য আমি পরে জেনেছি।”

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  আক্কেলপুর   সরকারি কর্মকর্তা   জমি দখল   ইউএনও  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দ্বিতীয় বারের মতো ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীন-মার্কিন দ্বৈরথ
বয়ান শিল্পাঙ্গনের তৃতীয় নাট্য কর্মশালা ৩০ নভেম্বর থেকে
অস্থিতিশীল বিদ্যুৎ খাত : উত্তরণের উপায়
প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
বেনাপোলে বিএনপির উঠান বৈঠক, উন্নয়ন ভাবনা তুলে ধরলেন তৃপ্তি
ধামরাইয়ে সাত অবৈধ ইটভাটায় অভিযান, ১৫ লাখ জরিমানা
বিএনপি যে কথা দেয় সে কথা রাখে : নাসিরুল ইসলাম
বুধবারের আলোচিত ছয় সংবাদ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close