জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর (নদীপাড়) গ্রামের বাবা-ছেলে মিলে মোবাইল ফোন চুরির অভিযোগে বাক প্রতিবন্ধী ছেলেকে কোমরে দড়ি বেঁধে শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে এলাকাবাসীর সহযোগিতায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মামুনুর রশিদ মোহন (৪০)।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ‘পুলিশ কতবার বাড়ি থেকে ফেনসিডিলসহ ধরে জেল খানায় পাঠালেন। একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মোবাইল চুরির অভিযোগে একজন প্রতিবন্ধী ছেলেকে নির্মমভাবে নির্যাতন করল তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত।’
এ বিষয়ে অভিযুক্ত বাবুল হোসেন বলেন, ‘আমার একটি বাটন ফোন সে চুরি করেছে, ফেরতের জন্য কোমরে দড়ি বেঁধে রেখে ছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমি একটা চড় মেরেছি। কিন্তু ছেলে নাজমুল হয়ত ফোন চোরকে একটু মেরেছে।’
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বলেন, ‘প্রতিবন্ধী ছেলেকে মোবাইল চোরের অপরাধে নির্যাতনের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/এমএ