পাবনার আটঘরিয়ায় ট্রেনে কাটা পড়ে জিয়াউর রহমান জিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের রোকনপুর তেঁতুলতলা ৯ নম্বর রেল ব্রিজে এ ঘটনাটি ঘটে।
জিয়া ভাঙ্গুড়া পৌরসভার মেন্দা বাঁধপাড়ার বাসিন্দা এবং সেঞ্চুরি টেইলার্সের মালিক ছিলেন। পরিবারের সদস্যরা জানান, তিনি বুধবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
মাঝপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আশরাফুল ইসলাম জানান, “বুধবার সন্ধ্যায় ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।”
স্থানীয়রা জানান, জিয়া নিখোঁজ হবার আগে বলেছিলেন তিনি আর বাঁচতে চাননা। কারণ অভাব তাকে তেড়ে বেড়াচ্ছে।
জিয়ার চাচাতো ভাই জাকির হোসেন বলেন, “জিয়া কাউকে কিছু না বলে হঠাৎ নিরুদ্দেশ হন। তবে কয়েক মাস যাবত তিনি মানসিক ভাবে অসুস্থছিলেন বলে জানা যায়।”
রেলওয়ে সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দিন জানান, “লোকটি বুধবার সন্ধ্যায় রেল লাইনের ওপর দিয়ে হেটে যাচ্ছিলেন। তখন পিছন থেকে ট্রেন আসলে তিনি কাটা পড়েন। ময়না তদন্তের পর আজ বৃহস্পতিবার বিকেলে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
কেকে/ আরআই