নীলফামারীতে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।১৯ (নভেম্বর) চৌরঙ্গী মোড়ে দুর্ঘটনা রোধে নীলফামারী-সৈয়দপুর সড়ক চার লেন করা সহ ১১ দফা দাবি জানানো হয়।
টিআইবি-সনাক (সচতন নাগরিক কমিটি) আয়োজিত কর্মসূচিতে সনাক সভাপতি আকতারুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেসবাহুল হক, সনাকের সাবেক সভাপতি তাহামিনুল হক ববী, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, জেলা ট্রাক-মালিক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আজম, পরিবেশ সংগঠন গ্রীনভয়েস-এর সভাপতি সাকিল ইসলাম, নীলফামারী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী প্রিয়তা সাহা, সনাক সদস্য মিজানুর রহমান লিটু ও নাসিমা বেগম।
বক্তারা বলেন, নীলফামারী-সৈয়দপুর সড়ক দিয়ে প্রতিদিন ১০ হাজারের বেশি যানবাহন চলাচল করে। ওই সড়কের পাশে উত্তর ইপিজেডে প্রায় ৫০ হাজার শ্রমিক কাজ করে। চলাচলের কোন লেন না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এমন দুর্ঘটনায় চলতি মাসে ১০ জন নিহত এবং ২০ জন আহত হওয়ার খবর জানান তার।
কেকে/লআ