চুয়াডাঙ্গায় চাচীর মৃত্যুর সংবাদ শুনে মোটরসাইকেলে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হয়েছেন বিউটি খাতুন নামের এক গৃহবধূ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর থেকে আলমডাঙ্গার দুর্লভপুর যাওয়ার পথে ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিউটি খাতুন তার স্বামী মোস্তাফিজুর রহমানের সঙ্গে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গার দুর্লভপুর গ্রামে যাচ্ছিলেন। পথে হঠাৎ মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান এবং গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিউটি খাতুন দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর গ্রামের বাসিন্দা এবং মোস্তাফিজুর রহমানের স্ত্রী ছিলেন।
কেকে/ আরআই