ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম শুরু করেছে। পৌরসভার উদ্যোগে এলাকাজুড়ে পোস্টার, মাইকিং ও সরাসরি প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানানো হচ্ছে।
লিফলেটে উল্লেখ করা হয়েছে, ডেঙ্গু বহনকারী এডিস মশা মূলত পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই, প্রতিদিন ঘরের ভিতর-বাহিরের ফুলের টব, পানির ড্রাম, কুলার, ছাদ বা বারান্দার যেকোনো স্থানে জমে থাকা পানি পরিষ্কার করতে অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি, মশারি ব্যবহার, জানালায় নেট লাগানো, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কুলার-পাত্র সপ্তাহে অন্তত একবার ব্রাশ দিয়ে ঘষে ধোয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঈশ্বরগঞ্জ পৌরসভার থেকে র্যালি শুরু করে ঈশ্বরগঞ্জ বাজারের বিভিন্ন প্রধান সড়ক গোলিদিয়ে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এছাড়া কী করবেন না—সেগুলোও পোস্টারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যেমন- ডেঙ্গু হলে ঘরে বসে চিকিৎসা না নেওয়া, কোনো পরিস্থিতিতেই নিজে নিজে ব্যথানাশক সেবন না করা এবং স্বাভাবিক মনে করে জ্বরকে অবহেলা না করা।
ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস বলেন, ‘ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে নিকটস্থ হাসপাতালে দ্রুত যোগাযোগ করলে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। জরুরি সহায়তার জন্য হেলথলাইন–১৬২৬৩ নম্বরও প্রচার করা হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, ‘জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি, ঈশ্বরগঞ্জ পৌরসভার আয়োজনকে আমি সাধুবাদ জানাচ্ছি, জনসচেতনতা মানুষের ঘরে ঘরে পৌছে দিতে হবে।’
কেকে/এমএ