রূপগঞ্জে ভূমিদস্যু কামাল বেপরোয়া। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত শাহারা খাতুনের ভাগিনা পরিচয়ে অবৈধ বসুকুঞ্জ আবাসন নামে জালিয়াতির অভিযোগ
প্রয়াত স্বরাষ্ট্র মন্ত্রী শাহারা খাতুনের কথিত ভাগিনা পরিচয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাইজপাড়ার বাসিন্দা কামাল হোসেন গড়ে তুলেছে ভয়ংকর জালিয়াত চক্র। অন্যের জমি জবর দখল, ভূমিদস্যুতায় লিপ্ত কামাল হোসেন রূপগঞ্জের কেয়ারিয়া, টেকনোয়াদ্দা মৌজায় অবৈধ আবাসন কোম্পানির নামে প্রতারণার জাল বুনেছেন। এতে ভুক্তভোগীরা হচ্ছেন ক্ষতিগ্রস্থ। জমি ও প্লটের নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। তিনি ছিলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর আস্থাভাজন।
ভুক্তভোগী ইউসুফগঞ্জ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ভুঁইয়া জানায়, রূপগঞ্জ থানাধীন পশি মৌজায় আরএস-৮৫২ নং দাগে ১৯ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হইয়া ১৮ বছর যাবত ভোগ দখল করিয়া আসছিলেন। উক্ত জমি সরকারের (খ) তফসিল আঁওতাভূক্ত হওয়ায় সরকার পক্ষের সাথে মামলা নং-৭১২/২০০৮ পরিচালনার পর আমার পক্ষে দু তরফা সূত্রে রায় আসে। কিন্তু প্রয়াত স্বরাষ্ট্র মন্ত্রী শাহারা খাতুনের ভাগিনা পরিচয়দানকারী, চিহ্নিত জালিয়াত, ভূমিদস্যু অভিযুক্ত মাইজপাড়ার বাসিন্দা আমিন উদ্দিনের ছেলে সৈয়দ কামাল হোসেন (৪৮) উক্ত জমি নিয়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ, রূপগঞ্জ আদালত, নারায়নগঞ্জ মোকদ্দমা দায়ের করেন (যাহার মোকদ্দমা নং-১৫৯৪/২১)। পরবর্তীতে মোকদ্দমার রায় আনোয়ার হোসেনের পক্ষে এলেও চতুর কামাল হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মোকদ্দমা ১৯/২৫ দায়ের করেন। তাতেও সরজমিনে তদন্ত করে মোকদ্দমার রিপোর্ট আমার পক্ষে প্রদান করে।
ফলে বৈধ মালিক হয়ে উক্ত জমির নামজারি করিয়া হালসাং পর্যন্ত খাজনা পরিশোধ করা হয়। এমন কী উক্ত জমিতে বাদীর নামে বিডিএস খতিয়ান হয় (যাহার খতিয়ান নং-১৪,৫৬৫,বিডিএস দাগ নং-১৪,৫৫২, জমির পরিমাণ ১৯ শতাংশ লিপিবদ্ধ হয়)।
কিন্তু নিজ জমিতে গেলে কামাল ও তার ভাড়াটিয়া অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসী তাদের হাতে থাকা দা, লাঠি, লোহার রড, ছেন ইত্যাদি দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া গত ৩০ অক্টোবর সকালে জমিতে অনধিকার প্রবেশ করিয়া দখল করার চেষ্টা করে। এতে বাঁধা দিলে কামালগং ব্যর্থ হইয়া মারপিট করার জন্য উদ্যত হয়। হৈ, চৈ শুনিয়া আশেপাশের লোকজন আগাইয়া আসে। বিবাদীগন যে কোন সময় আরো শক্তি অর্জন করিয়া আমার উক্ত জমি জোরপূর্বক দখল করিবে, মারপিটসহ খুন জখম ঘটনা ঘটাইবে বলিয়া প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এসব অভিযোগ সত্য নয়। বরং জমি নিয়ে বিরোধের জের মাত্র।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি, ঘটনায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।
কেকে/বি