জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাঠের মধ্যে গাছ থেকে আরাফাত হোসেন (২২) নামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী মাঠের মির্জাপুর ঈদগাহ মাঠ সংলগ্ন কদম গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন তারা।
নিহত যুবক উপজেলার মির্জাপুর গ্রামের মো. আফসার উদ্দীনের ছেলে।
স্থানীয় সাবেক ওয়ার্ড সদস্য মমতাজ উদ্দিন জানান, আরাফাত ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করাকালীন দীর্ঘদিন ধরে মাথার সমস্যায় ভুগতেছিল। এ অবস্থায় গত রোববার (১৬ নভেম্বর) তাকে চিকিৎসা করার জন্য নিজ বাড়ীতে নিয়ে আসেন অভিভাবকরা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধায় বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হয়ে যায় আরাফাত।
‘কিন্তু রাত গভীর হলেও সে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করতে থাকে বাড়ির লোকজন। সকালে লোকজন মাঠে কাজ করতে গিয়ে কদম গাছে আরাফাতের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।’
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত পরে জানানো যাবে।’
কেকে/এমএ