নওগাঁর রাণীনগরের গলার কাঁটা রেলগেটের উচু-নিচু রেলের রাস্তায় প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা।
এক বছর পার হলেও বরাদ্দ নেই এমন অজুহাতে সময় পার করছে রেল কর্তৃপক্ষ আর অন্যদিকে প্রতিদিনই দুর্ঘটনায় পড়ে অসুস্থ্য হয়ে পড়ছেন পথচারীরা। দ্রুত রেলের মাঝের উচু-নিচু রাস্তাটি সমান করে দিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়সহ শত শত পথচারী।
স্থানীয় ভ্যানচালক মো. মেহেদী জানায়, ‘প্রায় এক বছর আগে রেল সংস্কার করার সময় সড়কের পাঁকা অংশ তুলে ফেলে সংশ্লিষ্টরা। এরপর থেকে যে উচু-নিচু অংশ তৈরি হয়েছে তাতে প্রতিনিয়তই ছোট ছোট যানবাহন যাত্রীসহ উল্টে যাচ্ছে। আবার অনেক রোগীরা এই রেলগেট পার হওয়ার সময় উচু-নিচু অংশে ঝাকুনি খেয়ে আরো অসুস্থ্য হয়ে পড়ছে। এছাড়া, যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে যানবাহনের ক্ষতি হচ্ছে। আবার অনেকে উল্টে পড়ে গিয়ে গুরুত্বর আহত হচ্ছেন।’
তিনি দ্রুত এই উচু-নিচু অংশ সমান করে দিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে।
সিমবা গ্রামের অটো চার্জার ভ্যান চালক রুহুল আমীন বলেন, ‘রেলগেটের উভয় পাশের সড়ক ভালো হলেও রেলগেটের রেলের অংশটি দীর্ঘদিন যাবত পাঁকা তুলে উচু-নিচু করে রাখা হয়েছে। এই সামান্য অংশটুকু পারাপার হওয়ার কারণে গাড়ির যানবাহনের যন্ত্রাংশ হঠাৎ করেই নষ্ট হয়ে যাচ্ছে।’
শ্রমজীবী এই মানুষটি দ্রুত এই সামান্য অংশ সমান করে দেওয়ার বিশেষ অনুরোধ জানায়।
আবাদপুকুর এলাকার বাসিন্দা পথচারী আলম হোসেন জানায়, ‘রাণীনগর রেলগেট অনুমোদিত একটি অত্যন্ত জন গুরুত্বপূর্ণ জায়গা। এই রেলগেট পার হয়ে উপজেলার পূর্বাঞ্চলের কয়েক লাখ মানুষ প্রতিদিনই উপজেলা সদর, নওগাঁ শহরসহ দেশের
বিভিন্ন স্থানে চলাচল করে থাকেন। রেলগেটে নতুন ভোগান্তি হিসেবে যুক্ত হয়েছে উচু-নিচু রাস্তা। এই রেলগেট একবার পার হলে দুর্বল মানুষ আরো দুর্বল হয়ে পড়ে। তাই দ্রুত রেলের উচু-নিচু রাস্তাটি সমান করা ব্যতীত কোন বিকল্প নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানায়, ‘এই সরু রেলগেটে ট্রেন যাওয়ার পর ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হয়। তার উপর আবার সংস্কার কাজের সময় সড়কে রেলের অংশের পাঁকা তোলার কারণে যে উচু-নিচু অংশের সৃষ্টি
হয়েছে সেই সামান্য অংশ চলাচলে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই বিষয়ে প্রতিদিনই বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা এসে অভিযোগ দিয়ে যাচ্ছে। ভোগান্তির বিষয়টি লিখিতভাবে রেল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য একাধিকবার জানানো হয়েছে।’
সান্তাহার রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (কার্য) মো. আব্দুর রহমান মুঠোফোনে জানায়, ‘রাণীনগরের রেলগেটের উচু-নিচু অংশে নতুন করে পাঁকা করনের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই উচু-নিচু অংশ সমান করে দেওয়া হবে।’
নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক রাসেল জানায়, ‘সড়কটি সড়ক বিভাগের হলেও রেলগেট অংশটি রেল কর্তৃপক্ষের যার কারণে চাইলেই সড়ক বিভাগ ওই উচু-নিচু অংশ সমান করে দিতে পারে না। বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি রেল অনুমতি প্রদান করে তাহলে পথচারীদের ভোগান্তি লাঘব করতে দ্রুতই সড়ক বিভাগ ওই সামান্য অংশটি নতুন করে পাঁকাকরণ করে দিতে প্রস্তুত রয়েছে।’
কেকে/বি