মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় দাঁড়ানো অবস্থায় থাকা একটি স্কুলবাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে দগ্ধ হওয়া বাসচালক পারভেজ খান মারা গেছেন।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত বৃহস্পতিবার গভীর রাতে শিবালয়ের ফলসাটিয়া এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে পার্কিং করা দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। সে সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক পারভেজ গুরুতর দগ্ধ হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন লাগিয়ে দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় থাকা পারভেজ বের হতে না পেরে মারাত্মকভাবে পুড়ে যান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে পুলিশ দগ্ধ চালককে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।
মারা যাওয়া পারভেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনার কারণ ও অপরাধীদের শনাক্তে তদন্ত চলছে। এ পর্যন্ত সন্দেহাতীতভাবে পাঁচজনকে আটক করা হয়েছে।
কেকে/ আরআই