যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার হয়ে আসছে নতুন মাদক সংস্করণ ‘উইন কোরেক্স’ সিরাপ। গত ১০ দিনে শার্শা ও বেনাপোল সীমান্তে ৮৫০ বোতল ‘উইন কোরেক্স’ সিরাপ জব্দ করেছে বিজিবি। দাম কম হওয়ার কারণে ফেনসিডিলের বিকল্প হিসেবে ‘উইন কোরেক্স’ সিরাপ বর্তমান তরুণ সমাজ গ্রহণ করছে। মাদকসেবীদের চাহিদার কারণে সীমান্ত দিয়ে দেদার প্রবেশ করছে এই উইন কোরেক্স সিরাপ।
স্থানীয় সূত্রে জানা যায়, শার্শা ও বেনাপোল সীমান্তে এক বোতল ফেনসিডিল বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকায়। আর ফেনসিডিলের বিকল্প আসা এক বোতল কোরেক্স বিক্রি হচ্ছে মাত্র ৮০০-৯০০ টাকায়। ফলে নতুন এ মাদকদ্রব্য এরই মধ্যে মাদকসেবীদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে। উইন কোরেক্স হুবহু ফেনসিডিলের বোতলের মতো দেখতে। স্বাদও নাকি ফেনসিডিলের মতোই। তা ছাড়া ফেনসিডিল বহনে নানা ঝুঁকি ও জটিলতা থাকায় মাদক চোরাকারবারি ও মাদকসেবীরা নতুন আসা কোরেক্স বেছে নিচ্ছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, আগে যারা ফেনসিডিলের কারবার করতেন তারা এখন নতুন এই ‘মাদক কারবারে’ জড়িয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ফেনসিডিল ও ‘উইন কোরেক্স’ মূলত একই জিনিস। দুটিই কোডিন ফসফেট মিশ্রিত। ভিন্ন নামের কারণে মাদকসেবীরাও এটার দিকে ঝুঁকছেন।
গত ৭ নভেম্বর গোগা এবং কায়বা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩১৩ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপ আটক করে ২১-বিজিবি। ১০ নভেম্বর আমড়াখালী চেকপোস্ট এলাকায় ৩০ বোতল উইন কোরেক্স সিরাপ আটক করে ৪৯ বিজিবি। ১১ নভেম্বর কায়বা সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ৩৮৯ বোতল ও গোগা সীমান্ত থেকে ১০৮ বোতল সর্বমোট ৫০৭ বোতল ভারতীয় সিরাপ জব্দ করে ২১ বিজিবি।
অনুসন্ধানে জানা গেছে, ফেনসিডিল পাচার বন্ধ হয়ে যাওয়ায় মাদক ব্যবসায়ীরা ভারতে কাশির সিরাপ হিসেবে ব্যবহৃত ওই দুটি সিরাপকে মাদকদ্রব্য হিসেবে ব্যবহারে জন্য সেগুলোর ছিপি খুলে প্যাথেডিন ঢুকিয়ে দেয়। এতে মাদকসেবীদের নেশা গাঢ় হওয়ায় তারা এই নতুন মরণ নেশার দিকে ঝুঁকে পড়েছে।
যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আসলাম হোসেন বলেন, আমরা নতুন করে উইন কোরেক্সর নাম শুনেছি। কিন্তু এখনো যশোর জেলায় উদ্ধার বা জড়িত কাউকে আটক করা হয়নি। যদিও জেলার বিভিন্ন স্থানের সোর্সসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সব সদস্যদের উইন কোরেক্সের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। সন্ধান পাওয়া মাত্রই বিক্রেতা বা সেবী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যশোর ৪৯ ও খুলনা ২১ (বিজিবি) ব্যাটালিয়ন জানিয়েছে, ভারত থেকে বর্তমান ফেনসিডিলের নতুন সংস্করণ উইন কোরেক্স সিরাপ অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশ করছে। সীমান্তে উইন কোরেক্স সিরাপ প্রবেশে ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
কেকে/এআর