রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা বিএনপির আয়োজনে ওয়ার্ড প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার ৯টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডের প্রতিনিধিদের অংশগ্রহণে উপজেলা মাল্টি পারপাস হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রংপুর-১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মোকাররম হোসেন সুজন বলেন, ‘ভোট ভিক্ষা করে নেওয়ার বিষয় নয়, পেশিশক্তি বা টাকার প্রভাবে আদায় করারও জিনিস নয়—ভোট অর্জন করতে হয় মানুষের ভালোবাসা ও প্রার্থীর যোগ্যতার মাধ্যমে।’
তিনি আরও বলেন, ‘ভোট ভালোবাসা ও যোগ্যতার ভিত্তিতেই অর্জিত হয়। সেই ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন বলেই আজ আমি মোকাররম হোসেন সুজন। আপনাদের আস্থা ও বিশ্বাসের কারণেই তারেক রহমান আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আপনারাই আমার শক্তি, আপনারাই আমার নেতা।’
উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রুহুল আমিন, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য ওহেদুজ্জামান মাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আখেরুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চাঁন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন লিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লুলু।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাজু আহমেদ স্বপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতাস, উপজেলা কৃষকদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মজনু, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কাচু ও উপজেলা তাঁতীদলের সভাপতি হাসান আলী।
কেকে/এমএ