“জ্ঞান, মান ও মানবিকতায় আলোকিত হোক প্রিয় পলাশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে কলেজ মাঠে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ আরিফ পাঠানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নকশিস সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।
এ সময় আরও বক্তব্য দেন নরসিংদী নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরে আলম রনি এবং চরসিন্দুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
সেমিনারে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই