নরসিংদী-৩ (শিবপুর) আসনে এখনও বিএনপির প্রার্থী মনোনীত করা না হলেও ধানের শীষ প্রতীকের পক্ষে জনসভা ও মিছিল করেছেন নেতাকর্মীরা। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে শিবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ জনসভা ও মিছিল করা হয়।
জনসভায় উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রং বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
সভায় শিবপুর আসনে জোটের প্রার্থী না দিয়ে দলীয় ত্যাগী ও পরীক্ষিত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী মনজুর এলাহীকে দলীয় মনোনয়ন দিয়ে ধানের শীষকে বিজয়ী করার সুযোগ দেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বান জানান বক্তারা।
পরে সভাস্থল থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে একটি মিছিল বের হয়ে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মনজুর এলাহী বলেন, ‘বিগত সময়ে দলের দুর্দিনে আমি নেতাকর্মীদের সাথে নিয়ে ঐকবদ্ধ ছিলাম। আগামীতেও দল ও জনগণের প্রয়োজনে নিজেকে বিলিন করে দেব। প্রয়োজনে নিজের জমি বিক্রি করে হলেও নেতা-কর্মীদের পাশে থাকবো।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন।