কক্সবাজারের উখিয়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. সাদেক হোসেন নামে একজন রোহিঙ্গা চোরাকারবারীকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাতে বালুখালী সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে মূল হোতা শীর্ষ মাদক কারবারি ছোটন পলাতক রয়েছে।
বিজিবির জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল বালুখালী এলাকার সীমান্ত সংলগ্ন স্থানে অবস্থান নেয়। আনুমানিক রাত সাড়ে ১০ ঘটিকার দিকে মিয়ানমার থেকে ৩ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহল দল তাদের থামতে বলে। এ সময় তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পালাতে না পেরে রোহিঙ্গা মো. সাদেক হোসেন আটক হয়। পরে তার ফেলে দেওয়া নেটের ব্যাগ তল্লাশি করে ১৫ কাটে মোড়ানো দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বিজিবির হাতে আটক হওয়া সাদেক হোসেন শীর্ষ মাদক কারবারি ছোটনের একজন নিয়মিত মাদক বাহক। তিনি প্রায় সময় ছোটনের সঙ্গেই থাকেন এবং ইয়াবার চালান আনতে কাজ করতেন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ছোটন পুরাতন রোহিঙ্গা মাহমুদুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নানা কৌশলে মাদক কারবার পরিচালনা করছেন। এছাড়া তিনি বিভিন্ন রোহিঙ্গাকে ভাড়া করে মিয়ানমার থেকে ইয়াবা বাংলাদেশে আনার দায়িত্ব দেন।
বিজিবির আরও জানায়, আব্দুর রহিম রহমতের বিল গ্রামের আ. সালামের ছেলে। আব্দুর রহিম ইতোপূর্বে বিজিবির দায়ের করা দুইটি মাদক মামলার পলাতক আসামি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, “সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধে আমাদের টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জড়িত পলাতক সকল মাদককারবারীকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।"
এদিকে উদ্ধারকৃত ইয়াবা ও আটক সাদেক হোসেনকে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কেকে/ আরআই