রংপুরের পীরগাছায় রাতের আধারে মসজিদের জমির আধাপাকা ধান কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। জমি নিয়ে চলমান আদালতের মামলার পরেও ১৮ শতাংশ জমির ধান কেটে ফেলার ঘটনাটি ঘটেছে। এতে মুসুল্লি ও গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজ শেষে মুসুল্লিরা জমিটি পরিদর্শন করেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি করেন। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার কান্দি ইউনিয়নের তালুক কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের তালুক কান্দি শাহী জামে মসজিদের উন্নয়নের জন্য প্রবাসী বাবু মিয়া ১৮ শতাংশ জমি দান করেন। তৎকালীন মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আব্দুর রউফ মিয়া ওই জমি মৌখিক চুক্তিতে বিক্রি করে মসজিদের ছাদ ঢালাই সম্পন্ন করেন। পরবর্তীতে আব্দুর রউফ মিয়া মসজিদ কমিটি থেকে বাদ পড়লে জমিটি নিয়ে ঝামেলা সৃষ্টি করেন। তিনি জমির অংশিদার দাবি করেন। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
এদিকে মসজিদ কমিটি ওই জমিতে আমন ধান রোপণ করেছিল। ধানগুলো আধাপাকা অবস্থায় থাকলেও গভীর রাতে তা কেটে ফেলেন অভিযুক্তরা। এ ঘটনায় গোটা এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় গ্রামবাসী জোবাইদুল ইসলাম, জিয়ারুল ইসলাম, আমিনুল ইসলাম সুজন, এস এ সবুর জীবন বলেন, এ জমি নিয়ে ১২ থেকে ১৫ বার শালিস বৈঠক করা হয়েছে। কিন্তু সমাধান হয়নি। কোন কাগজপত্র ছাড়াই ঝামেলা সৃষ্টি করছে আব্দুর রউফ মিয়া।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বলেন, মসজিদ ফান্ডের টাকা দিয়ে ধান রোপন ও পরিচর্যা করা হয়েছে। অথচ রাতের আধারে গানগুলো কেটে বিনষ্ট করা হয়েছে। কোন মুসলমানের পক্ষে এ ধরনের কাজ করা সম্ভব নয়। আমরা এর কঠিন বিচার চাই।
অভিযুক্ত আব্দুর রউফ মিয়া দাবি করেন, আমি বাড়িতে ছিলাম না। একটি কুলখানি অনুষ্ঠানে ছিলাম। ধান কাটার বিষয় জানি না।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ আরআই