মাত্র ১০ দিনের ব্যবধানে ঈশ্বরদীর মুলাডুলি আরতে সিমের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এখন প্রতি কেজি সিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। অর্থাৎ ৩০ টাকার সিম ৯০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (১৪ নভেম্বর) সিমের আরত ঘুরে দেখা যায়—আরতদাররা সিম প্যাকেজিং, লোডিং ও বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন।
আরতদারা জানান, সপ্তাহজুড়ে সিমের ব্যাপক আমদানি ছিল, তখন প্রতি কেজি সিম ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু মাত্র ১০ দিনের ব্যবধানে শিমের দাম বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকা কেজিতে। অন্যান্য শীতকালে এখানে প্রায় ৪৮০ থেকে ৫০০ টন সিম আসে। এগুলো ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয় এবং রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয় প্রতিদিন ৪০–৪৫ ট্রাক।
মুলাডুলি আরতের সাধারণ সম্পাদক বলেন, “এখান থেকে ৩৮-৪০ ট্রাক শিম দেশের বিভিন্ন স্থানে নিয়োমিত রপ্তানি হতো। কিন্তু এখন তা কমে ১৫-১৬ ট্রাকে দাঁড়িয়েছে। হঠাৎ সিমের আমদানি কমে যাওয়ায় সবাই হতাশ হয়ে পড়েছে। এবার নভেম্বরে বৃষ্টি হওয়ায় শিম নষ্ট হয়েছে।”
শিম চাষি রায়হান জানান, “হঠাৎ সিমের উৎপাদন কমে যাওয়ায় যেখানে বিঘাপতি তিন চার মণ শিম পাওয়া যেত সেখানে এখন একদিনে ১ মন পাওয়া যাচ্ছে না।”
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন জানান, “এবার উপজেলায় ১৩১০ সেক্টর জমিতে সিমের চাষ হয়েছে। ইতিমধ্যে সিমের ফলন বৃদ্ধি পেতে শুরু করেছে, আশা করি এক সপ্তাহের মধ্যে ফলন বেড়ে যাবে।”
কেকে/ আরআই