জামালপুরে নির্বাচনি জনসংযোগ করেছেন জামালপুর-৫ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে শহরের সকাল বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জনসংযোগে অংশ নেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এ সময় তিনি বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
ওয়ারেছ আলী মামুন বলেন, ‘গত ১৭ বছর কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবারের নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। প্রচারণার সময় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচিত হলে এলাকায় উন্নয়নে কাজ করব। বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত জামালপুর গড়ে তুলব।’
জনসংযোগে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাইনুদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।
কেকে/এমএ