কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ও দেশব্যাপী নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে পোস্ট অফিস মোড়ে অবস্থিত ভিপি শাহীনের রাজনৈতিক কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার ও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন বলেন, “গণহত্যাকারী আওয়ামী লীগের যে কোনো নাশকতা প্রতিহত করতে আমরা প্রস্তত আছি। নিষিদ্ধ লীগের কোনো কার্যক্রম আমরা চলতে দেবো না। আমরা আজ দিনভর মাঠে থাকবো।”
বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি তানবীর হাসান সুমন। তিনি বলেন, “ঈশ্বরদীতে বিভিন্ন অবস্থান কর্মসূচি সারাদিনব্যাপী চলবে। আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিতে আমরা প্রস্তুত।”
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন রেজাউল করিম শাহীন, তানবীর হাসান সুমন, পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতিক, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নূরুন নবী, ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মহন এবং ছাত্রনেতা পিয়াস।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির মধ্যেও ঈশ্বরদীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে রাস্তায় মানুষের উপস্থিতি ছিল বেশি, দোকানপাট খোলা এবং জীবনযাত্রা স্বাভাবিক ছিল। এখন পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো উল্লেখযোগ্য কার্যক্রম দেখা যায়নি। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
কেকে/ আরআই