রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক ডা. মোছা. নার্গীস আক্তার ও ঔষধ প্রশাসন বিভাগের কর্মকর্তা ডালিম চন্দ্র দাস।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল কাদের। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সিনিয়র সহসভাপতি খোন্দকার মারুফ ইলাহী।
সভা পরিচালনা করেন উপজেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান। সভায় আরও বক্তব্য দেন গঙ্গাচড়া প্রেসক্লাব সভাপতি সাজু আহম্মেদ লাল।
মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের ঔষধ ব্যবসায়ী, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ঔষধ ব্যবসায়ীদের নৈতিকতা, পেশাগত দক্ষতা ও জনস্বাস্থ্যের নিরাপত্তা রক্ষায় সততার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে ভেজাল ও অননুমোদিত ওষুধ প্রতিরোধে প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
কেকে/ আরআই