মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম গ্রামীণ ব্যাংকের সিমানা চত্তরে আগুন দেওয়ার মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, সাটুরিয়া উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুরজ্জামান তালুকদার দাউদ, ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলিয়ার, হরগজ ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক অমূল্য বিশ্বাস, তিল্লী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. ইসরাফিল।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি উপজেলার দরগ্রাম গ্রামীণ ব্যংক শাখা চত্তরে আগুন দেওয়ার মামলায় আসামি দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামীণ ব্যাংকের একটি আর্থিক মামলার দায়ে তাদেরকে আটক দেখানো হয়। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তবে অভিযুক্তদের পরিবার ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের প্রভাবেই তাদেরকে মামলায় জড়ানো হয়েছে।
এ বিষয়ে গ্রামীণ ব্যাংক বা পুলিশের কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
কেকে/এআর