রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব কচুয়া ফকিরপাড়া (নোহালী) এলাকায় গভীর রাতে একটি বসতবাড়ি থেকে মোটরসাইকেল, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
রোববার (৯ নভেম্বর) দিবাগত রাতের এ ঘটনায় সোমবার (১০ নভেম্বর) সকালে ভুক্তভোগী মানিক মিয়া (৩৯) গঙ্গাচড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন মানিক মিয়া। রাতে দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশ দিয়ে প্রাচীর টপকে ভেতরে ঢুকে। এ সময় বারান্দায় রাখা একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল নিয়ে যায় তারা। পাশাপাশি শয়নকক্ষের বিছানার তোষকের নিচে রাখা নগদ ২ লাখ ৭৮ হাজার টাকা এবং আলমারিতে থাকা স্বর্ণের মালা ও চেইনসহ আড়াই লাখ টাকার অলংকার চুরি করে নেয়।
চুরিকৃত সম্পদের মোট মূল্য প্রায় সাড়ে ছয় লাখ টাকার মতো বলে দাবি করেছেন মানিক মিয়া।
রাত প্রায় সাড়ে ৩টার দিকে মানিক মিয়া বাড়ির পাশের পথ ধরে একজনকে দ্রুতগতিতে সরে যেতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘটনাটি জানতে পারেন।
এ বিষয়ে গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/এমএ