ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:০৪ পিএম

ছবি: প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও বাবু মালিথা (৫০) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধা সাতটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া মাস্টার মোড়ে এ ঘটনা ঘটে।
এ সময় যুবদল কর্মী হাসান ও সবুজের নেতৃত্বে বাবু মালিথার বাড়িতে হামলা চালিয়ে ফাঁকা গুলি ও পটকা ফোটায় আতঙ্ক সৃষ্টি করে।
গুরুতর আহত বাবু মালিথাকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর নূর বলেন, ‘বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কাউকে আটক করা যায়নি, তবে পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) যৌথভাবে ঘটনার তদন্ত করছে।’
কেকে/এমএ