জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজারের পূর্ব পাশে ভুরভুরা বিলের ওপর ফকিরবাড়ি সংলগ্ন স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জোনাইল বাজারে স্থানীয় জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তব্য দেন বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলুল বারী রাজু, মাদারগঞ্জ গণঅধিকার পরিষদের আহ্বায়ক মুহাম্মদ হামিদুর রহমান, সমাজসেবক রাসেদ খান রিটু, তাহেরুল ইসলাম, আকাশ হোসেন ও দুলাল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, “৭০-৮০ বছরের পুরোনো এই রাস্তাটির এখন কোনো অস্তিত্বই নেই। বহুবার প্রশাসনের কাছে দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে দ্রুত স্থায়ী সেতু নির্মাণ অত্যন্ত জরুরি।”
তারা আরও বলেন, “সেতুটি নির্মিত হলে স্থানীয় কৃষিপণ্য বাজারজাতকরণ সহজ হবে, শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়ে যেতে পারবে এবং এলাকার সামগ্রিক যাতায়াত ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটবে।”
গ্রামবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়, ভুরভুরা বিলের ওপর ফকিরবাড়ি সংলগ্ন স্থানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করে এলাকার দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হোক।
কেকে/এমএ