মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে সৌন্দর্যবর্ধন ক্যাম্পেইন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আমাদের ক্যাম্পাস আমরাই গড়বো’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ্ উদ্দিন। তিনি বলেন, “ছাত্রদলের এমন ইতিবাচক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমরা সবাই চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হোক একটি পরিচ্ছন্ন, সুন্দর ও ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস। এই ধরনের কার্যক্রম সেই লক্ষ্য পূরণে বড় ভূমিকা রাখবে।”
সৌন্দর্যবর্ধন ক্যাম্পেইনের অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঝাড়ু দেওয়া, নোংরা জায়গা পরিষ্কার, আবর্জনা অপসারণ, দেয়াল থেকে পোস্টার ও ব্যানার সরানোসহ নানা কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ক্যাম্পাসের প্রধান ফটক, প্রশাসনিক ভবনের আশপাশ, একাডেমিক ভবনের সামনে ও শিক্ষার্থীদের আড্ডাস্থলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের প্রতিষ্ঠান। আমরা চাই এই ক্যাম্পাস পরিচ্ছন্ন ও মনোরম থাকুক। শুধু রাজনীতি নয়, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণেই ছাত্রদল কাজ করে যাবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই সব সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসুক। সুন্দর পরিবেশই শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করতে সাহায্য করে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমিসহ বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতা-কর্মী।
কেকে/ আরআই