রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শিশু ও যুব ফোরাম, গ্রাম উন্নয়ন সোসাইটি এবং ইউনিয়ন পরিষদ কোলকোন্দের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এলাকার জনসাধারণকে সঙ্গে নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে কোলকোন্দ আব্দুস ছামাদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ডিপুটি ডিরেক্টর রাজু রোজারিও প্রধান অতিথি হিসেবে এ অভিযান দিবসের উদ্বোধন করেন এবং মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় ডিপুটি ডিরেক্টর রাজু রোজারিও বলেন, “একটি পরিষ্কার পরিবেশ মানে হলো সুস্থ মানুষ, সমৃদ্ধ প্রকৃতি ও টেকসই ভবিষ্যৎ। মানব উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য এটি অপরিহার্য।” তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ ও সুন্দর পরিবেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এপির এরিয়া ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রংপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার উত্তম দাস, কোলকোন্দ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিফুল ইসলাম, আব্দুস ছামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, যুব ফোরামের সভাপতি নাজিরুল ইসলাম, ভিডিএস সভাপতি খালেদা বেগমসহ সংস্থার কর্মকর্তা, সাংবাদিক, শিশু ও যুব প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং শতাধিক জনসাধারণ।
উল্লেখ্য, পরিস্কার পরিচ্ছন্ন অভিযান দিবসের লক্ষ্য ছিল উন্নত স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা, নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি, জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্ববোধ গড়ে তোলা।
কেকে/ আরআই