নীলফামারীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে পৌরসভার আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম।
নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন হিসাব রক্ষণ কর্মকর্তা এবিএম গোলাম মোস্তফা, উপ-সহকারী প্রকৌশলী জুয়েল রানা প্রমুখ।
বক্তারা, সুস্থ জীবন ও স্বাস্থ্যকর সমাজ গড়তে টেকসই স্যানিটেশন ব্যবস্থা ও হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার প্রতি গুরত্বোরোপ করেন।
কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সুধিসমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই