চট্টগ্রামের রাউজানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৭। একই সাথে আটক হয়েছে সন্ত্রাসী কামাল উদ্দিন ও সহযোগী সোহেল আহমেদ। 
বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা খায়েজ আহমদ চেয়ারম্যানের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্রাইম জোন খ্যাত রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ থাকার সংবাদে র্যাব সন্ত্রাসী কামাল উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে। 
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। 
অস্ত্র উদ্ধার অভিযানে র্যাব ৩টি ডগ স্কােয়াড়ের মাধ্যমে বাড়ির বিভিন্ন স্থানে থাকা অস্ত্র উদ্ধার করেন। 
দুপুর সাড়ে ১২টায় উদ্ধার করা অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসী কামাল ও সহযোগী সোহেলের উপস্থিতিতে প্রেস ব্রিফিং করেন  র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ হাফিজুর রহমান। 
তিনি জানায়, রাউজানে গত ১৪ মাসে ১৭ খুনের ঘটনার পর র্যাব বিশেষ নজরদারি বাড়িয়েছে। তারই অংশ হিসাবে আটক সন্ত্রাসীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। 
তিনি আরো বলেন, রাউজানে বড় ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি এক নলা বন্দুক, ৩টি চাইনিজ কুড়াল, ১০টি চাপাতি, ৮টি রাম দা, ১৫টি কার্তুজ, ৯টি হকিষ্টিক, ছুরি ৬টি, ৩টি হাতুড়ি, ৩টি করাত, ২ বক্স ফটকা বাজি ও ১ বোতল মদ উদ্ধার করা হয়। 
আটক সন্ত্রাসী কামাল উদ্দিন (৪৯) নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত. খায়েজ আহমেদ চেয়ারম্যানের পুত্র। আটক সহযোগী  সোহেল একই এলাকার মৃত. আহম্মদ শফিক আহম্মদের পুত্র। 
রাউজান থানা সুত্রে জানা যায়, আটককৃত কামালের বিরুদ্ধে রাউজান থানায় ৩টি মারামারির মামলা রয়েছে।
কেকে/বি