পটুয়াখালীর গলাচিপার পানপট্টি ইউনিয়নের আমেরিকা প্রবাসী নাসিম নির্জরের নিজস্ব অর্থায়নে ডাকুয়ার আটখালি মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ক্লাব উদ্বোধন করা হয়েছে। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে নব নির্মিত বিদ্যালয় ভবনের ৩য় তলায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম শামীম। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর হাফিজা ইসলাম নিপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী সামিয়া ইসলাম সুমা, সাবেক প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি দিলীপ নারায়ণ ভূঁইঞা এবং সিনিয়র শিক্ষক মো. মোস্তফা কামাল।
আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ফিতা কেটে কম্পিউটার ক্লাব উদ্বোধন করেন বিশেষ অতিথি সামিয়া ইসলাম সুমা।
পরে নাসিম নির্জরের বাবার নামে প্রতিষ্ঠিত নজরুল ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
কেকে/ আরআই