রোববার, ২৬ অক্টোবর ২০২৫,
১০ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম: ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার      ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৪, হাসপাতালে ১১৪৩      বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘মন্থা’      নভেম্বরে ওমরাহ করতে যাবেন তারেক রহমান      নিহতের পরিবার পাবে ক্ষতিপূরণ, চাকরি দেওয়া হবে পরিবারের সদস্যকে      নির্বাচনকে উপলক্ষ্য করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে      আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি : আখতার      
দেশজুড়ে
থানচিতে গভীর রাতে হঠাৎ আগুন, পুড়লো ১৩ দোকান
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবান জেলার থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে হঠাৎ লাগা আগুনে বাজারের ১৩টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।

দেড় বছরের ব্যবধানে এলাকায় তৃতীয়বারের মতো বড় অগ্নিকাণ্ড এটি।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, শনিবার দিবাগত রাতে আনুমানিক ২টার দিকে বাজারের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। 

বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি অংসিংম্যা মারমা জানান, তখন রাত গভীর হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলাম, হঠাৎ বাজারে দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে থেকে হৈচৈ শব্দ শুনে দোকান থেকে বের হয়ে দেখি, আগুন জ্বলছে। টিটু দাশের রেস্টুরেন্ট ও জাফর আহম্মদের সারের দোকানের মাঝখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

বাজারের পাশে পাড়ার (বাগান পাড়া) বাসিন্দা মংলুং মারমা জানান, হঠাৎ বাজার থেকে হৈচৈ শুনে ঘর থেকে বের হয়ে দেখি, আকাশে আগুনের শিখা। দেখামাত্রই মোটরসাইকেল বের করে বাজাররের দিকে দৌড়ে দেখি, তখনই আগুন জ্বলছে। আশপাশের এলাকার মানুষ আরও অনেকেই ছুটে এসে আগুনে নেভানোর চেষ্টা করে।

আগুনে ক্ষতিগ্রস্থ কাপড় ব্যবসায়ী হ্লায়ইচিং মারমা বলেন, ‘খুব দুর্ভাগ্য আমার। ২০২০ সালের ১০৯টি দোকান এবং ২০২৩ সালেও একবার রাতে আগুনে পুড়ে প্রায় ৫০টি দোকান ভস্মীভূত হয়েছিলো। আজ আবারও পুড়লো, এবারও মালামাল সরানোর সুযোগ পেলাম না।’

বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া অং মারমা জানান, আগুনের ঘটনা জানার পরপরেই বাজারে এসেছি। এলাকার মানুষের সাথে কথা বলেছি। আগুনে মোট ১৩টি দোকান পুড়ে গেছে। ১৩টি দোকানের প্রায় ৩ কোটি ৩৫ লক্ষাধিক মালমাল ও নগদ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তথ্য পেয়েছি। ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্থদের সহায়তা করার ব্যবস্থা নেওয়া হবে। 

থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ফায়ার লিডার পিয়ার মোহাম্মদ জানান, শনিবার দিবাগত রাতে সোয়া দুইটার দিকে বলিপাড়া বাজার হতে ব্যবসায়ীরা আমার মুঠোফোনের সংবাদ দিলে দেরী না করে দুইটি ইউনিট আগুন নিভানো ও উদ্ধার তৎপরতা চালাই। তৎক্ষণিকভাবে আমাদের অভিজ্ঞতা থেকে যে ধারণা, সেটি হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাঠ হওয়ার সম্ভাবনা বেশী, তবে তদন্ত করে বিস্তারিত পরে জানানো যাবে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদুল্লাহ আল ফয়সাল বলেন, ‘বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ডের বিষয়ে উপজেলা প্রশাসন অবগত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত শুকনো খাবার, কম্বল বিতরণ ও এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  থানচিতে অগ্নিকাণ্ড  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নীলফামারীতে ‘অলিন্দ জৈব সার’ কারখানার উদ্বোধন
দেশের মানুষকে সুরক্ষিত রাখতে বিএনপিকে ভোট দিতে হবে
২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার
সভাপতির সাথে দ্বন্দ্ব, যা বললেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
রাণীশংকৈল হাসপাতালে দুদকের অভিযান

সর্বাধিক পঠিত

বাউফলে তিন পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন
কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধ
ট্রেনে টিকিট কালোবাজারি রোধে রেলওয়ের বিশেষ অভিযান
আক্কেলপুর রেলস্টেশন মাস্টার খাদিজার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
মোহাম্মদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close