লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় পানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ৬ হাজার মানুষ। দীর্ঘদিন ধরে মহিলা কলেজ রোডে চলমান সড়ক খনন কাজের সময় প্রধান পানির পাইপলাইন ভেঙে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে।
জানা গেছে, রায়পুর পৌরসভার এক নম্বর ও চার নম্বর ওয়ার্ডে গত কয়েক দিন ধরে পৌরসভার পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে, এলাকার হাজারো বাসিন্দা পানির জন্য চরম দুর্ভোগে পড়েছেন। অনেকে বাধ্য হয়ে টিউবওয়েল বা দূর এলাকা থেকে পানি সংগ্রহ করছেন। এতে সময় ও শ্রম নষ্টের পাশাপাশি পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, মহিলা কলেজ রোডের কাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে। রাস্তার কাজের ধীরগতি ও দায়িত্বপ্রাপ্ত সংস্থার খামখেয়ালিপনাই এ পানি সংকটের অন্যতম কারণ।
এ বিষয়ে জানতে চাইলে রায়পুর পৌরসভার পানি শাখার কর্মকর্তা কাউসার আলম মোল্লা বলেন, ‘রায়পুর মহিলা কলেজ রোডে কাজ চলাকালে বারবার সতর্ক করা সত্ত্বেও ঠিকাদারি সংস্থা পাইপলাইন কেটে ফেলেছে। আমরা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শুরু করেছি, খুব দ্রুত পানি সরবরাহ স্বাভাবিক করা হবে।’
অন্যদিকে পৌরবাসীর দাবি, দ্রুত পাইপলাইন সংস্কার ও সড়ক কাজের সমাপ্তি না হলে পানি সংকট আরও তীব্র আকার ধারণ করবে।
কেকে/ এমএ