বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আমি আপনাদের একজন কামলা। আপনারা আমাকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সব সময় আপনাদের সেবা করতে চাই।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে কুমিল্লার মুরাদনগরের কাজিয়াতল রহিম-রহমান মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে আয়োজিত তাফসীর মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
কায়কোবাদ বলেন, জালেম সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। সেই কারাদণ্ড থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছেন। আমাকে কারও কাছে যেতে হয় নাই, একটা দস্তখত দিতে হয় নাই, একটা উকিলও রাখতে হয় নাই, আদালত যেতে হয় নাই। আল্লাহ মেহেরবানী করে এমনেই আমাকে মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
তিনি আরও বলেন, মুরাদনগরের মানুষ আমাকে ভালোবাসে। আমি মুরাদনগরের মাটিও মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। দেশের জন্য দোয়া করবেন।
এর আগে তিনি তার নিজ বাড়িতে অবস্থান করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের খোঁজখবর নেন।
কেকে/ আরআই