শরণার্থীরশিদ হুসেইন
শরণার্থী শিবিরের মতো
তারাগুলো জ্বলছে আকাশে,
আর এক বিষণ্ন দাতব্যশালার মতো
যাত্রা করেছে ঐ চাঁদ,
সামান্য পনির ও ময়দাটুকু নিয়ে।
এই তো চাঁদের দান
আমার সর্বহারা, বিধুর জনপদে।
ফি- লি’ স্তি নি কবি ।। জন্ম: ১৯৩৬ (হাইফা), অগ্নিকাণ্ডে মৃত্যু: ১৯৭৭ (নিউইয়র্ক সিটি)
ও গাজার দস্যি শিশুর দলখালেদ জুমা
ও গাজার দস্যি শিশুর দল,
তোমরা, যারা জড়ো হয়ে জানালার নিচে
হৈ-হল্লায় ঝালাপালা করে দিতে আমার কান
তোমরা, যারা প্রতিটা সকাল ভরে দিতে হুল্লোড় আর ছুটোছুটিতে
তোমরা, যারা ভেঙে ফেলতে আমার ফুলের টবগুলো
আর চুরি করে নিয়ে যেতে বারান্দায় ফুটে থাকা একাকীনি ফুল
ফিরে এসো-
যেমন ইচ্ছে হৈ-হুল্লোড় করো
ভেঙে গুঁড়িয়ে দাও যতো-না ফুলের টব
চুরি করে নিয়ে যাও রাজ্যের যতো ফুল
ফিরে এসো,
তবু ফিরে এসো
ফি- লি’ স্তি নি কবি ।। জন্ম: ১৯৬৫ (গাজা)
দিনগুলিইব্রাহিম নাসারাল্লাহ
প্রথম দিন
আমি আমার হাতকে নিবৃত্ত করলাম
যখন তা আঁকলো একটা কফিন,
আর ওরা আমাকে পাঠালো একটা ফুলের তোড়া।
দ্বিতীয় দিন
আমি আমার হাতকে নিবৃত্ত করলাম
যখন তা আঁকলো একটা ফুল,
আর ওরা আমাকে পাঠালো একটা কফিন।
তৃতীয় দিন চিৎকার করে বললাম-
আমি বাঁচতে চাই,
আর ওরা পাঠালো এক ঘাতক।
ফি- লি’ স্তি নি কবি ।। জন্ম: ১৯৫৪ (জর্ডান)
কেকে/ এমএ