দিন এমন যাহা দিবালোকে হারায়
রাতের স্নিগ্ধতা
ফুরিয়েছে আজ এই কলুষিত যাত্রা
হারিয়েছে মোর সকল মুগ্ধতা
যদি দৈবাৎ দুর্গ অনলে দহে
দহে প্রাণ ঝঞ্ঝার
প্রাণে সবে জিরোবে বলিয়া
প্রান মোর সহিতেছে অতৃপ্ত বেদনা
যেথা দৃশ্য বিলীন হয় দিগন্ত জুড়িয়া
সেথাই মোর দৃষ্টিনন্দিত
ফের সেথায় মিলে হাহাকারের দেখা
তবে মিলিবে কি মম এই হৃদয়ে
ঐ সবুজ ডালে পাখিদের বাসা
যেমন তারা উড়িয়া চলে
ডানা মেলিয়া গগনতলে
খুজিয়া ফেরে স্বাধীন জিবীকা
তাই মম খুজিতে হয় আপনারে
কোথায় শান্তি কোথায় মুক্তি
কোথাইবা সেই ডানা মেলা বলাকা?
হারাইয়া ফেলিয়াছি আপনারে
জীবনে এই অতৃপ্ত বেড়াজালে
যাহাই করিতে হয় মোর দিবা রাত্রি আহ্নিকে
তাহাই যেনো চলিতেছে মোরই হৃদয়ের বিরুদ্ধে
কোথায় তবে শান্তি মিলিবে?
দুলিতেছে কাশবন নদীর চরে
উড়িতেছে গাঙচিল আপনামনে
শুভ্র আকাশ মিলিয়া গিয়াছে
নদীর জলের দিগন্তজুড়ে
হঠাৎ মম নয়নে দেখিলে
প্রাণ জুড়ায় সেই দৃশ্যে
বিস্তৃতির গভীরে অচেনা সত্তা বলিয়া উঠে
যদি পাড়িতাম সেই চড়ে
কুড়েঘর বানাইয়া মৃত্যু আলিঙ্গন করিতে
আক্ষেপ মিটিত, অতৃপ্তি তৃপ্ত হইতো
জগতের বেড়াজাল মুক্তি দিত
জীবন মোর ধন্য হতো, জীবন মোর ধন্য হতো।
কেকে/ আরআই