পটুয়াখালীর দশমিনা উপজেলায় অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে হাজিরহাট ও আলীপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
মজিবর গাজী উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত বারেক গাজীর ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব রয়েছেন। মেহেদী হাসান উপজেলার আলীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খলিসাখালী গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সহ-সম্পাদকের দায়িত্ব রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ছায়েদ আলী খান বাড়ির সামনের মাঠে ২০২২ সালের ৬ মার্চ বিকালে ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালীন উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ হামলা চালায়। তাতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয় বলে অভিযোগ বিএনপির। এ ঘটনায় বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে গত ১৩ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও যুবলীগের ৪৮ জনের নামে এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘বৃহস্পতিবার রাতে অপারেশন ডেভিল হান্ট পরিচলন করে আওয়ামী লীগের নেতা মজিবুর গাজী ও যুবলীগের মেহেদী হাসানকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
কেকে/ এমএ