খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ত্রিপুরা কিশোরী গণধর্ষণ মামলার তিন নম্বর আসামি রিমন ত্রিপুরাকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বেলছড়ির অযোদ্ধা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিককুল ইসলাম।
তিনি জানান, সিএনজি চালিত অটোরিক্সা যোগে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
রিমন গোমতি উদয় কুমারপাড়া এলাকার হেয়াসা ত্রিপুরার ছেলে।
এদিকে, ভুক্তভোগিীকে ধর্ষণের আলামত নিরূপণে খাগড়াছড়ি সদর হাসাতলে এবং আটককৃতদের বিধি মোতাবেক আদলতে পাঠানো হয়েছে বলে জানান তৌফিককুল ইসলাম।
এর আগে, বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় একই ঘটনায় অভিযুক্ত এক কিশোরসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় অভিযুক্ত আরেকজন এখনও পলাতক বলে জানিয়েছে পুলিশ।
বলে রাখা ভাল, গত সোমবার (২০ অক্টোবর) উপজেলার অযোধ্যা এলাকায় এক কালি মন্দিরে আত্মীয়ের সাথে পূজা দেখতে গেলে স্বজাতির যুবক দ্বারা জোরপূর্বক গণধর্ষণের শিকার হয় ঐ কিশোরী। জানাজানি হলে পরে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে বুধবার (২২ অক্টোবর) ভুক্তভোগীর বড় বোন বাদি হয়ে চার ত্রিপুরা যুবকের নামে মাটিরাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
কেকে/এমএ