নোয়াখালীর হাতিয়ায় সংরক্ষিত ম্যানগ্রোভ বাগানে গেওয়া চারা গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগে আব্দুল মন্নান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে কোট হাজতে প্রেরণ করা হয়। এর আগে গতকাল বুধবার বিকেলে জাহাজমারা বিটের চর ইউনুছ এলাকার হাজীর গোপট সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আব্দুল মন্নান মেস্তুরী জাহাজমারা ইউনিয়নের হাজীর গোপট এলাকার আব্দুল মোতালেবের ছেলে।
জাহাজমারা বিট কর্মকর্তা মো. সোহাগ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে ৭–৮ জন সন্দেহভাজন ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। তবে অভিযানে মো. আব্দুল মন্নানকে হাতে-নাতে আটক করা হয়। সংরক্ষিত বাগানের প্রায় ১ একর জমি চাষাবাদের উদ্দেশ্যে পরিষ্কার করছিলো তারা। অভিযানে সদ্য কাটা ৮৭৬টি গেওয়া চারা গাছ ও একটি দা জব্দ করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
জাহাজমারা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও নোয়াখালী জেলার সহকারী বন সংরক্ষক এ.কে.এম. আরিফ-উজ-জামান বলেন, জাহাজমারা রেঞ্জের সদর বিটের আওতায় চর ইউনুসে ১২’শ একর সরকারি গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি রয়েছে। এই চরের হাজীর গোপট নামক স্থান বেশ অপরাধপ্রবণ। স্থানীয় ভূমিলোভী গোষ্ঠী এই স্থানে চাষাবাদের উদ্দেশ্যে বনভূমি পরিষ্কার করার এক হীন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ভূমিদস্যুদের এই অপচেষ্টা রোধে বন বিভাগ তৎপর রয়েছে। প্রতিদিনই শিফট করে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি বন অপরাধীদের হাতে নাতে আটক করে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দেয়া চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
কেকে/ আরআই