বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩ দিনমজুর হত্যা মামলার আসামি মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দিবাগত রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সময় অপর এক ছাত্রলীগ নেতা মো. সাগর মিয়াকেও গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন সাগর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং অপর গ্রেপ্তার সাগর মিয়া সদর উপজেলার মীরকাদিম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সাজ্জাদ হোসেন সাগরকে আদালতে তোলা হলে, দিনমজুর সজল মোল্লা হত্যা মামলায় পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। আমলী আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান আবেদন মঞ্জুর করে ১০ দিনের রিমান্ড প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের একটি টিম ওইদিন দিবাগত রাত সোয়া ১ টার দিকে ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালায়। এসময় ওই দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র মহড়া দেন সাবেক প্যানেল মেয়র ও ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী হত্যাসহ ১০টি মামলা রয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট শহরের থানারপুল থেকে কৃষিব্যাংক মোড় ও মানিকপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে দিনমজুর রিয়াজুল ফরাজী, সজল মোল্লা ও নুর মোহাম্মদ ডিপজল নিহত হন।
কেকে/ আরআই