ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম বাজারে আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন সিটি ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে এজেন্ট প্রতিনিধি মো. মামুন খানের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে কেক কেটে শাখাটির উদ্বোধন করেন সিটি ব্যাংক পিএলসি’র হেড অব এজেন্ট ব্যাংকিং মহিবুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রিজিওনের রিজিওনাল হেড জহির উদ্দিন খান, এরিয়া ম্যানেজার মো. নাহিদুজ্জামান, ভাঙ্গা এজেন্ট ব্যাংক স্বত্বাধিকারী অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন, ওহিদুজ্জামান, আনন্দ চন্দ্র সরকার, সাবেক শিক্ষক মোতালেব ফরাজী ও সাবেক সেনা সদস্য আ. বারী মুন্সীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ফিতা কেটে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মহিবুর রহমান বলেন, সিটি ব্যাংক একটি জনপ্রিয় ও স্বনামধন্য প্রতিষ্ঠান। অন্যান্য ব্যাংকে হাজারো সমস্যা সৃষ্টি হলেও ব্যাংটিতে কোন প্রভাব পড়েনি। জনগণের মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দিতেই আমাদের এ প্রচেষ্টা।
কেকে/ আরআই