“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং গাড়ি চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শিমরাইল মোড়ে হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে হাইওয়ে পুলিশের সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় সড়ক নিরাপত্তা বিষয়ক ব্যানার নিয়ে র্যালি বের করেন এবং চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
কেকে/ আরআই