বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫,
১৪ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
শিরোনাম: দক্ষিণ কোরিয়ায় বৈঠকে ট্রাম্প-জিনপিং       সংঘাত উসকে দিল ঐকমত্য কমিশন       নির্বাচন ঠেকানোর পাঁয়তারা জামায়াত-এনসিপির      ৭ নভেম্বর ঢাকায় ম্যারাথন দৌড়ের আয়োজন করবে আইসিএবি      একলাফে স্বর্ণের ভরিতে বাড়ল ৮৯০০ টাকা      ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়াল বাংলাদেশ      দক্ষ প্রকৌশলী গঠনই টেকসই অবকাঠামোর মূল ভিত্তি : শাহেদুল আজিম      
দেশজুড়ে
কুসিকের ময়লার ভাগাড় এখন দূষণের পাহাড়
আল-আমিন কিবরিয়া, কুমিল্লা
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দূর থেকে তাকালে মনে হবে উঁচু পাহাড়। কিন্তু কাছে গেলেই বোঝা যায়, আসলে সেগুলো পাহাড় নয়—তিন দশক ধরে জমে থাকা কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ময়লা-আবর্জনার বিশাল স্তূপ।

এ বেদনাদায়ক চিত্র দেখা যায়, কুমিল্লা শহরের উপকণ্ঠ ঝাঁকুনিপাড়া ও দৌলতপুর গ্রামে। যে কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষকে।

স্থানীয়দের অভিযোগ- প্রায় তিন দশক ধরে এই এলাকায় ফেলা হচ্ছে নগরীর সব ময়লা-আবর্জনা। এর ফলে, পরিবেশ দূষণ, জলাবদ্ধতা ও দুর্গন্ধে নাভিশ্বাস উঠছে এসব এলাকার মানুষের। বর্জ্য থেকে নির্গত রাসায়নিক পদার্থ ও দূষিত পানি আশপাশের কৃষিজমি ও পানির উৎসকে করছে বিপজ্জনক। এছাড়া দুর্গন্ধে শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে জনজীবনের নিরাপত্তাহীনতা ও পরিবেশ ধ্বংসের আশঙ্কা রয়েছে। 

ঝাঁকুনিপাড়ার নিলুফা বেগম বলেন, ‘দুর্গন্ধে আমাদের অনেক সমস্যা হয়। বাড়িতে থাকা যায় না।’

দৌলতপুরের বাসিন্দা বাবুল মিয়া বলেন, ‘ময়লার ভাগাড়ের আশপাশ দিয়ে কেউ আসতে যেতে পারে না। দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন।’ 

রফিক মিয়া বলেন, ‘বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এই এলাকার সাধারণ মানুষ। দূর থেকে ভালো কোন বিয়ের সমন্দ আসে না এ গ্রামে।’ 

পথচারী সফিকুল ও অটোচালক সোহেল বলেন, ‘এখান দিয়ে আসতে যেতে কষ্ট হয়। এই ময়লার ভাগাড়ের আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় দুর্গন্ধ ছড়ায়।’

জানা গেছে, প্রায় তিন দশক আগে কুমিল্লা পৌরসভা এখানে ময়লা ফেলতো। ২০১১ সালে কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভাকে নিয়ে কুসিক গঠিত হয়। এরপর থেকে এখানে বেড়েছে ময়লা ফেলা। যে কারণে এই স্থান ধীরে ধীরে এই ময়লা-আবর্জনার পাহাড়ের পরিণত হয়েছে।

কুসিকের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন চিশতী বলেন, ‘আমরা একটি প্লান্টের চিন্তা-ভাবনা করেছি। হয়তো ভবিষ্যতে এটা হবে।’

বলে রাখা ভাল, গঠনের পর থেকেই নগরের ২৭টি ওয়ার্ডের অধিকাংশ ময়লা এখানে ফেলছে কুসিক। বছরের পর বছর ধরে স্থানীয় এলাকাবাসীসহ পরিবেশকর্মী ও সংগঠকেরা এভাবে খোলা স্থানে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণের প্রতিবাদ জানিয়ে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে প্রায় ৭ বছর ধরে সিটি করপোরেশন বলছে, ‘নগরের এসব ময়লা-আবর্জনার ভাগাড় থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে ওই সব এলাকার অন্তত ৩০ হাজার মানুষ বিষাক্ত দুর্গন্ধের অভিশাপ থেকে মুক্তি পাবেন।’ এরই মধ্যে একাধিকবার এই প্রকল্প গ্রহণ করার কথা বলা হলেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  কুসিক   কুমিল্লা সিটি কর্পোরেশন   ময়লার ভাগাড়   দূষণ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দক্ষিণ কোরিয়ায় বৈঠকে ট্রাম্প-জিনপিং
সংঘাত উসকে দিল ঐকমত্য কমিশন
নির্বাচন ঠেকানোর পাঁয়তারা জামায়াত-এনসিপির
কুকসুর খসড়া গঠনতন্ত্র প্রকাশ: কেন্দ্রীয় সংসদ পদ ২১
৭ নভেম্বর ঢাকায় ম্যারাথন দৌড়ের আয়োজন করবে আইসিএবি

সর্বাধিক পঠিত

‘বিগত সময়ে বিদ্যুৎ বিভাগের দপ্তরগুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে’
শ্রীমঙ্গলে চার দশক পর মিলনায়তন কাম গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন
দক্ষ প্রকৌশলী গঠনই টেকসই অবকাঠামোর মূল ভিত্তি : শাহেদুল আজিম
নবীনগর প্রাথমিক শিক্ষা অফিসে তীব্র জনবল সংকট
নালিতাবাড়ীতে পাওনা টাকা না দেওয়ায় ব্যবসায়ী কারাগারে

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close