গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাম্মেল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. ফারুক হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেক হোসেন প্রমুখ।
পরে প্রধান অতিথি ও অন্যান্য কর্মকর্তারা প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যের বীজ ও সার তুলে দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির বলেন, সরকারের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সহায়তা কর্মসূচির মাধ্যমে আমরা প্রকৃত চাষীদের মধ্যে এই সুবিধা দেওয়ার চেষ্টা করছি। এই বীজ ও সার বিতরণের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের উৎপাদন বৃদ্ধি করা এবং রবি মৌসুমে ভালো ফলন নিশ্চিত করা। আমরা চাই কৃষকরা এই প্রণোদনার সুফল সরাসরি অনুভব করুক।
তিনি আরও বলেন, সরকারের এই প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা কম খরচে ফসল উৎপাদন বাড়াতে পারবেন, যা স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
কেকে/ আরআই