পঞ্চগড়ের দেবীগঞ্জে সিজারিয়ান অপারেশনের পর কৃষ্ণা রানী নামের এক প্রসূতির মৃত্যুর সংবাদ প্রকাশের পর দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার (ওটি) বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
শনিবার (১১ অক্টোবর) এই নির্দেশনা প্রদান করা হয়।
শুক্রবার (১০ অক্টোবর) রাত ৩টার দিকে মৃত্যুর ঘটনা ঘটে। সে সময় কৃষ্ণা রানীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। নীলফামারী পৌঁছানোর পর তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৩টার পর পৌর শহরের করতোয়া সেতু টোল পাড় সংলগ্ন দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কৃষ্ণা রানীর সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। অপারেশনের মাধ্যমে কৃষ্ণা এক কন্যা সন্তানের জন্ম দেয়।
সিজারিয়ান অপারেশনটি সম্পন্ন করেন ডা. শিখা মনি। তিনি একই প্রতিষ্ঠানের মালিক শহিদুল ইসলাম বাবুলের মেয়ে।
অপারেশনের পর রাত ২টা পর্যন্ত কৃষ্ণা ক্লিনিকে ভর্তি ছিলেন।
শাশুড়ী কনিকা রানী জানায়, এই পুরো সময়ে কৃষ্ণার বুক ছটফট ও পায়ে ব্যাথা হচ্ছিল। বারবার ডাক্তারকে ডাকতে বলা হলে নার্স এসে স্যালাইন ও ইঞ্জেকশন দেন।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, ‘সিভিল সার্জন মহোদয়ের নির্দেশে আমরা স্কয়ার ক্লিনিকের অপারেশন থিয়েটার বন্ধ করেছি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা কোনো অপারেশন করতে পারবে না। নির্দেশনা পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠানটির ক্লিনিকের কার্যক্রম বন্ধ থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে আমরা সহযোগিতা করব।'
কেকে/বি