নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কুখ্যাত ডাকাত ও শীর্ষ সন্ত্রাসী সজীব ওরফে ব্লেড সজীবকে (২২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বন্দরের মদনপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব- ১১।
সজীব সোনারগাঁয়ের দুধঘাটা এলাকার মো. শহীদ উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, গণধর্ষণ ও অস্ত্র মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।
শনিবার রাতে র্যাব-১১’-এর সহকারী পুলিশ সুপার (অপারেশন) গোলাম মোর্শেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সজীবের হেফাজত থেকে ছুরি, একটি সুইচগিয়ার চাকু, একটি লেজার লাইট ও একটি ইলেকট্রিক শকার উদ্ধার করা হয়।
গত ২৬ ফেব্রুয়ারি সোনারগাঁওয়ের চিলারবাগ এলাকায় এক নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ব্লেড সজীব সরাসরি নেতৃত্ব দেন। ঘটনার পর থেকে ব্লেড সজীব পলাতক ছিল।
কেকে/ এমএ