ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে কুয়াকাটা রওনা দেয়া র্যাবের গাড়ি ও একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন এবং অন্তত ১১ জন আহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সকালে পক্ষিয়া নামক স্থানে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে র্যাব-৮ এর একটি পরিবার পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে কুয়াকাটা রওনা দেয়। পথে মহাসড়কের পক্ষিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে র্যাবের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি শুরু হলে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করেন। তবে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। এতে আহতদের হাসপাতালে নিতে বিলম্ব হয়।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোই এই দুর্ঘটনার মূল কারণ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
কেকে/ এমএস