দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।
আগামী ২২ নভেম্বর অনুষ্ঠেয় সমাবর্তনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্ঠানে মাননীয় উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়কে সভাপতিত্ব করার জন্য সানুগ্রহ অনুমোদন প্রদান করেছেন। উক্ত সমাবর্তন অনুষ্ঠানের কর্মসূচিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের বিষয়ে মাননীয় উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়-এর দপ্তরে যোগাযোগ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে প্রায় নয় হাজার শিক্ষার্থী ইতোমধ্যে সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এ নিয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সুশৃঙ্খল ও সফল সমাবর্তন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে গঠিত হয়েছে একাধিক উপকমিটি। সবার প্রত্যাশা, এবারের সমাবর্তন হবে স্মরণীয় ও সফল একটি আয়োজন।
কেকে/ আরআই