ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ১০ অক্টোবর খারঘর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে নবীনগরের বড়াইল ইউনিয়নের পাগলা নদীর তীরে খারঘর গ্রামের ৪৩ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।
দিবসটি উপলক্ষ্যে খারঘর শহিদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির উদ্যোগ কাল শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় খারঘর ৭১ শহিদ স্মৃতি সৌধ এবং খারঘর গণকবর মসজিদ ও মাদরাসার সামনে শহিদ ও মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার প্রদান, কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং পাগলা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ ও বজ্রপাত নিরোধে তালগাছ রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করবেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী।পাগলা নদীতে রুই, কাতলা, কালিবাউস, মৃগেল, স্বরপুটি, কার্ফু, পাঙ্গাস ও তেলাপিয়া মাছের পোনা ছাড়া হবে। বজ্রপাত নিরোধে তালগাছ রোপণ কর্মসূচীর উদ্বোধন করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খারঘর শহিদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির সভাপতি কাজী ইমরুল কবীর সুমন।
বিশেষ অতিথি থাকবেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. শাহীনূর ইসলাম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ আক্কাস আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সাবেক সভাপতি মাহবুব আলম লিটন ও শ্যামল চক্রবর্তী শ্যামা, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, মোহনা টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম রবিন, এটিএন বাংলার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ইসহাক সুমন, বিজয় টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি খায়রুল কবির।
কেকে/এমএ